বিজেপির (BJP) পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস (Paschim Bang Bachao Diwas) পালন ঘিরে ধুন্ধুমার। ধর্মতলার বিক্ষোভ মঞ্চ থেকে দিলীপ ঘোষ (Dilip Ghosh), জয়প্রকাশ মজুমদারদের গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। সোমবার রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ বাঁচাও দিবসের ডাক দিয়েছিল গেরুয়া শিবির। সেই মতো গান্ধী মূর্তির পাদদেশে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), জয়প্রকাশ মজুমদারের মতো প্রথম সারির নেতারা। দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে মহিলা মোর্চার সদস্যারা অবস্থান বিক্ষোভ শুরু করেন। বেশ কিছুক্ষণ বিক্ষোভ (Protest) চলার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিজেপিকে এলাকা ছেড়ে উঠে যাওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তারপরেও চলে থাকে বিক্ষোভ। এরপর প্রথমে জয়প্রকাশ মজুমদার ও পরে দিলীপ ঘোষকে বিক্ষোভস্থল থেকে তুলে দেওয়া হয়। পরে গ্রেফতারও করা হয়। এরপর গ্রেফতার করা হয় শুভেন্দু অধিকারীকেও। পুলিশের তরফে জানানো হয়েছে, মহামারি আইনে ওই নেতা-নেত্রীদের গ্রেফতার করা হয়েছে।