মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে 'ফোঁস' করার নিদানের পাল্টা কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এদিন সাংবাদিক সম্মেলন করে সুকান্ত মজুমদার বলেন, “সাংবিধানিক পদে বসে থেকে হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের ওপর অত্যাচার করার কথা তাঁর কর্মীদের বলছেন। আপনি যদি ভাবেন বাংলার জনগণের ওপর অত্যাচার করবেন। আর বিজেপি চুপ করে বসে থাকবে! সেটা হবে না।” পাশাপাশি সুকুমার রায়কে উদ্ধৃত করে সুকান্ত বলেন, সুকুমার রায় হয়তো এনার কথা ভেবেই লিখে গিয়েছেন- ‘সেই সাপ জ্যান্ত গোটা তুই অনত...’ জনগণ বলবে, তেড়ে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। পাশাপাশি তাঁর আরও সংযোজন, “ভাবতে লজ্জা লাগছে ভারতের ফেডারেল স্ট্রাকচারের একজন মুখ্যমন্ত্রী হয়ে উনি বলছেন বাংলাকে অশান্ত করতে এলে নর্থ-ইস্ট অশান্ত হবে। এটা কার ভাষা? এ তো বাংলাদেশের জামাতদের ভাষা। আমি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে অনুরোধ করব, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সতর্ক দৃষ্টি রাখুন।”