scorecardresearch
 
Advertisement

Chinese intruder arrested: ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে, ধরা পড়ে গেল চিনের 'গুপ্তচর'!

Chinese intruder arrested: ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে, ধরা পড়ে গেল চিনের 'গুপ্তচর'!

ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে SSB জওয়ানদের হাতে ধরা পড়ল এক চিনা নাগরিক। বুধবার ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি এলাকা থেকে ওই চীনা নাগরিককে আটক করে SSB জওয়ানরা। খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই চিনা নাগরিককে। ধৃতের নাম ইয়ঙ্গ সিন পেং, বয়স 39 বছর। ধৃতের কাছ থেকে চিনা নাগরিকত্বের প্রমাণ মিলেছে। পরবর্তীতে তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার, ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এভাবে অবৈধভাবে ভারতে কেন অনুপ্রবেশ করল ইয়ঙ্গ সিন পেং? তবে কি সে কোনও গুপ্তচর?চিন কি তবে জেনেশুনেই ভারতে পাঠিয়েছে ইয়ঙ্গ সিন পেং-কে?এসবেরই উত্তর খুঁজছেন গোয়েন্দারা। তবে এখনও এনিয়ে কিছু মন্তব্য করতে চায়নি পুলিশ তথা সেনাও। আপাতত তাঁর নথিগুলিকেই খতিয়ে দেখা হচ্ছে। এমনিতেই পাক নাগরিক সীমা হায়দারকে নিয়ে ধোঁয়াশা এখনও জারি। সীমা পাক গুপ্তচর কিনা সেই সন্দেহ ক্রমশই যেন স্পষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে চিনা নাগরিকের অনুপ্রবেশ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

Chinese intruder arrested.

Advertisement