রাত পোহালেই মহালয়া। দেবীপক্ষের সূচনা। দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। তার আগেই কলকাতার অন্যতম বড় পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর 'সূচনা' করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এখনও ক্ষোভের বাতাবরণ রয়েছে। তার মধ্যেই দেবীপক্ষের সূচনার আগেই শারদোৎসবের 'সূচনা' করে দিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, শ্রীভূমিতে ঢাকও বাজালেন মমতা।