কেন্দ্র সরকার ক্ষমতায় আসার পরই হু হু করে বেড়েছে সবজি আনাজের দাম, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজারে কাঁচা সবজি, আলু-পেঁয়াজের দাম কমাতে ১০ দিনের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কৃষি মন্ত্রক, টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকে ধমকও দেন তিনি। নাসিকের পেঁয়াজ আনা বন্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পেঁয়াজ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "নাসিকে পেঁয়াজের দাম অনেক বেশি। আমি কেন ট্রান্সপোর্ট করব? নাসিক থেকে পেঁয়াজ আনা বন্ধ হোক। আমি এখানে পেঁয়াজের স্টোর বাড়িয়ে দিয়েছি। সুখসাগর বেশি করে বিক্রি করলে দাম অনেক কমে যাবে। সুফল বাংলা স্টোরে ১০-১৫ শতাংশ কমে পাওয়া যাচ্ছে।" এও বলেন, "বর্ডার চেকিং হবে এবার। আমার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে। যাক ক্ষতি নেই, নাসিকে তো অনেক পেঁয়াজ, ওখান থেকে নিক। আপানারা কি নাসিক থেকে পেঁয়াজ আনলে বেশি কমিশন পান?"