আজ অর্থাত্ শুক্রবার মমতা কালীপুজো ও ছটপুজোয় আইনশৃঙ্খলা বজায় রাখা প্রসঙ্গে বলতে গিয়েই সাম্প্রদায়িক হিংসার বিষয় তোলেন। সেই প্রসঙ্গে নির্দিষ্ট ভাবে কলকাতার নাম নেন। একই সঙ্গে 'রাজনৈতিক নেতা' শব্দবন্ধটিও শোনা তাঁর গলায়। কালীপুজোয় বাজি তৈরির আড়ালে বোমা বিস্ফোরণের ঘটনা রুখতে মমতা বলেন, 'ফায়ার ক্র্যাকারে নজর রাখবে। যাতে ওর মধ্যে কেউ দুষ্টুমি করতেসাম না পারে। এগুলো পুলিশকে ইন্টেলিজেন্স আরও শক্তিশালী করতে হবে, এসটিএফ-এর সাহায্য নিতে হবে। কোনও রকম বিস্ফোরণের সুযোগ যাতে কেউ না সৃষ্টি করতে পারে। সাম্প্রদায়িক হিংসা লাগাতে পারে, একটা প্ল্যানিং চলছে। এটাকে ভেস্তে দিতে হবে।'