scorecardresearch
 
Advertisement

CM Mamata Banerjee: 'কোকিল আসে কুহু কুহু করে চলে যায়...কিন্তু কাক রোজ আসে', পোস্তায় কেন বললেন মমতা ?

CM Mamata Banerjee: 'কোকিল আসে কুহু কুহু করে চলে যায়...কিন্তু কাক রোজ আসে', পোস্তায় কেন বললেন মমতা ?

পোস্তা বাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে পশ্চিমবঙ্গকে মিনি ইন্ডিয়া বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, পশ্চিমবঙ্গে ভালোভাবে থাকুন। এখানে কোনও বিভাজন নেই। সবাইকে মিশেমিশে থাকতে হবে। এটা মিনি ইন্ডিয়া। কারও বাড়ি বিহারে হতেই পারে। রাজস্থান, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ থেকেও আসতে পারেন অনেকে। কিন্তু কোনওদিন আপনাদের সমস্যায় পড়তে হয়েছে? ধর্ম বা জাতের নামে?'

Advertisement