যখন মানুষের মধ্যে সরকার বিরোধী মনোভাব তৈরি হয়, তখন তা প্রশমিত করার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এধরণের কাজ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদির সুরক্ষা কবচ প্রকল্প নিয়ে এমনই মন্তব্য করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, টিভি খুললেই দেখা যায় লুট, দুর্নীতি, কাটমানি, খুন। বাংলার উন্নয়ন কী এটাই।
Adhir Ranjan Chowdhury reacts to Mamata Banerjee's Didir Suraksha Kabach