প্রতিবছরই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ঢাকিরা চলে আসে কলকাতায়। শিয়ালদহ স্টেশনের সামনে অপেক্ষায় থাকে বিভিন্ন পুজো কমিটির জন্য। বায়নার জন্য কেউ এলে মাঝে মাঝে বেজে ওঠে ঢাক। সারা বছরের এই সময়টার জন্য অপেক্ষায় থাকে ওরা। ভাল কিছু আয়ের জন্য পুজোর কটা দিন সংসার ছেড়ে এরা আসে শহরের বুকে। সবার ভাগ্য হয় ভাল হয় না। ভাল টাকা পেয়ে কেউ কেউ চলে যায় পুজো মণ্ডপে। আবার কেউ অপেক্ষায় থাকে আশায়।