বস্তুবাদের এই সমাজে মানুষের প্রয়োজন ফুরোলে ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। আর যানবাহনের প্রয়োজন ফুরোলে তারও ঠাঁই হয় মিউজিয়ামের ঘরে। ঠিক যেভাবে এককালে কলকাতার বুক চিরে চলা ট্রাম, আজ ধীরে ধীরে চিরবিদায়ের পথে এগিয়ে চলেছে। মানুষ ও যন্ত্রের দুই পৃথিবীর এক অদ্ভুত মিশেল ঘটল কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থার দুর্গাপুজোর ভাবনায়। ধর্মতলা ট্রাম টার্মিনাসে তাঁদের এবারের থিমের নাম 'নিরুত্তর'। প্রতিবারের মতো এবারেও তারা ট্রামেই পুজো করছেন। আর সেই ট্রামের মধ্যেই সাজিয়ে তোলা হচ্ছে এক বৃদ্ধাশ্রম।