scorecardresearch
 
Advertisement

Kalatan Dasgupta Arrested: 'বিচার সরিয়ে রাখার জন্য ষড়যন্ত্র', দাবি অডিও ক্লিপ-কাণ্ডে ধৃত কলতানের

Kalatan Dasgupta Arrested: 'বিচার সরিয়ে রাখার জন্য ষড়যন্ত্র', দাবি অডিও ক্লিপ-কাণ্ডে ধৃত কলতানের

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ওপর আক্রমণের পরিকল্পনার ভাইরাল অডিও ক্লিপের তদন্তে নেমে এবার বাম ছাত্র সংগঠনের নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। অভিযুক্ত কলতান DYFI নেতা। ভাইরাল অডিও ক্লিপের সঙ্গে তাঁর যোগ আছে বলে মনে করছে পুলিশ। এদিন তাঁকে গ্রেফতার করে প্রথমে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় আনা হয়, এরপরে তাঁকে আদালতে তোলা হয়। যদিও থানায় ঢোকার সময় কলতান দাশগুপ্ত জানান, পুলিশের পক্ষ থেকে এখনও আমাকে কিছু জানানো হয়নি। তবে নিশ্চিতভাবে কোনও ষড়যন্ত্র আছে। নির্যাতিতার বিচারের ঘটনাটাকে সরিয়ে রাখার জন্য এটা করা হয়েছে।’

Advertisement