scorecardresearch
 
Advertisement

ED Summons Kalighat Kaku: 'কালীঘাটের কাকু'-র সমস্যা বাড়ল, ED-র ডাক পড়েছে

ED Summons Kalighat Kaku: 'কালীঘাটের কাকু'-র সমস্যা বাড়ল, ED-র ডাক পড়েছে

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কালীঘাটের কাকুকে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED. মঙ্গলবার, 30 মে কলকাতায় ED-র দফতরে ডেকে পাঠানো হয়েছে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে। উল্লেখ্য, এই কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র TMC সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। অভিষেকের মা-বাবা যে সংস্থার বোর্ড অব ডিরেক্টর, সেই সংস্থার CEO পদে কর্মরত ছিলেন কালীঘাটের কাকু । সুজয়কৃষ্ণ ভদ্র ছাড়াও আরেক TMC নেতা জ্ঞানানন্দ সামন্তকেও ডেকে পাঠিয়েছে ED. এই জ্ঞানানন্দ সামন্ত দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য বলে জানা গিয়েছে। এর আগে 20 মে, শনিবার অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে CBI দফতরে হাজিরার দিনেই কালীঘাটের কাকুর বাড়িতে হানা দিয়েছিল ED. শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডেই ED-র এই হানা বলে জানা গিয়েছিল। এর আগে CBI ও একপ্রস্থ জেরা করেছে কালীঘাটের কাকুকে। তাঁর বেহালার বাড়িতে অভিযান চালিয়ে বেশকিছু নথিও বাজেয়াপ্ত করেছিলেন CBI গোয়েন্দারা। তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল লক্ষাধিক টাকা। যদিও কালীঘাটের কাকু জানিয়েছিলেন তাঁর বোন হাসপাতালে ভর্তি। তাঁর চিকিৎসার জন্যই এই টাকা বাড়িতে তুলে রেখেছিলেন তিনি। একইসঙ্গে উদ্ধার হয়েছিল একটি অ্যাডমিট কার্ড। এক্ষেত্রে কালীঘাটের কাকুর সাফাই ছিল , তাঁর শ্যালিকার ছেলে পুরসভার পরীক্ষা দিয়েছিল। এটা তারই অ্যাডমিট কার্ড। এছাড়া সুজয়কৃষ্ণ ভদ্রের একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে CBI.

e Enforcement Directorate (ED) has summoned 'Kaku of Kalighat,' who is the close cousin of Abhishek Banerjee, for questioning.

Advertisement