scorecardresearch
 
Advertisement

Kumari Pujo: মুসলিম কন্যার কুমারী পুজো, দুর্গোৎসবে সূচনা বরাহনগর ফ্রেন্ডস অ্যাসোশিয়েশনের

Kumari Pujo: মুসলিম কন্যার কুমারী পুজো, দুর্গোৎসবে সূচনা বরাহনগর ফ্রেন্ডস অ্যাসোশিয়েশনের

আমাদের সংস্কৃতি এক বৃন্তে দুটি কুসুমের। তাই আজ এক বেনজির দৃশ্যের সাক্ষী থাকল কলকাতা। সিঁথি সার্কাস ময়দানের কাছে কাশীশ্বর শিব মন্দিরে নিজেদের দুর্গোৎসব ভূমি পুজোর দিনে মুসলিম বালিকার কুমারী পুজো হল। ইদ-অল-আদাহ দিন রাম ও রহিম মিলেমিশে এক হয়ে দুর্গাপুজোর প্রথম অধ্যায়ের সূচনা করা হল। বরাহনগর ফ্রেন্ডস অ্যাসোশিয়েশন তাদের ৭৫ তম বর্ষের পুজোর সূচনা থেকেই হিন্দু মুসলিম সবাইকে নিয়ে সর্বজনীন উৎসবে মেতে উঠবে। দুই সম্প্রদায়ের মানুষ সোনাগাছি পল্লির মাটি নিয়ে আসলে শুরু কুমারী ও ভূমি পুজো।

Advertisement