scorecardresearch
 
Advertisement

RG Kar News: RG কর-কাণ্ড, সন্দীপের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত IMAর, এবার কী হবে!

RG Kar News: RG কর-কাণ্ড, সন্দীপের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত IMAর, এবার কী হবে!

সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। আর জি কর-কাণ্ডে ডাক্তারী পড়ুয়া খুনের ঘটনার পর IMA-র জাতীয় সভাপতির নেতৃত্বে কমিটি গঠন করা হয়। তারপরেই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল IMA-র ডিসিপ্লিনারি কমিটি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মৃত ডাক্তারের পরিবারের সঙ্গে কথা বলার সময় সমব্যথী ও সংবেদনশীলতার অভাব ছিল। ED. সূত্রের খবর, সোমবার, 26 অগস্টই সন্দীপ সংক্রান্ত নানা তথ্য দিল্লিতে ইডির সদর দপ্তরে পাঠনো হয়। এরপরই নাকি এরপরই নাকি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইসিআইআর দায়েরের অনুমতি পেয় ইডি। যদিও মঙ্গলবার, 27 অগস্টও সন্দীপ ঘোষকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। সেই মতো সন্দীপ ঘোষ নির্দিষ্ট সময়ে হাজিরাও দেন বলে জানা গিয়েছে। সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ থাকাকালীন বিপুল আর্থিক দুর্নীতি করেছেন বলে অভিযোগ। 

Ex-RG Kar principal Sandip Ghosh's membership revoked by medical body

Advertisement