scorecardresearch
 
Advertisement

Garden Reach Building Collapse: গার্ডেনরিচে ভাঙল বেআইনি বহুতল, এখনও পর্যন্ত মৃত ৬, VIDEO

Garden Reach Building Collapse: গার্ডেনরিচে ভাঙল বেআইনি বহুতল, এখনও পর্যন্ত মৃত ৬, VIDEO

কলকাতা গার্ডেনরিচ মধ্যরাতে ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতল। বিল্ডিংয়ের তলায় চাপা পড়ে বস্তিবাসী। সোমবার সকাল পর্যন্ত অন্তত ৬ জন মৃত বলে জানা যায়। একজনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন ৭ জন। আহত প্রায় ১৫। এদিন ঝুপড়ির ওপর ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতল। সোমবার মাঝরাতে গার্ডেনরিচ থানা অন্তর্গত ফতেপুর এলাকায় তাঁতিপাড়ায় তখন রাত ১২টা। ঘুমিয়ে পড়েছিলেন বেশিরভাগ ঝুপড়িবাসী। জলাভূমি বুজিয়ে বেআইনি নির্মাণ বলে দাবি করেন এলাকাবাসীরা। সোমবার সকালে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমি ও সুজিত সারা রাত ছিলাম। তাও দুটো মানুষকে বাঁচাতে পারলাম না। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। বেআইনিভাবে বহুতলটি নির্মাণ করা হয়েছিল। প্রায় ২১ জন মানুষ চাপা পড়েছিল। এখনও পর্যন্ত ৬ জন মৃত। ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা চিকিৎসাধীন। যারা চাপা পড়েছেন তারা একেবারে গরিব মানুষ।

Advertisement