scorecardresearch
 
Advertisement

Humayun Kabir: 'অভিষেকের জন্য আমার সিট ছেড়ে দেব' হুমায়ুনের নম্বর বাড়ানোর খেলা?

Humayun Kabir: 'অভিষেকের জন্য আমার সিট ছেড়ে দেব' হুমায়ুনের নম্বর বাড়ানোর খেলা?

অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান অনেক তৃণমূল নেতাকর্মীরা। অনেকে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে একমাত্র এই সিটে বসতেই পারে একমাত্র অভিষেক। কিন্ত মমতার দলেরই এক বিধায়ক চাইছেন যাতে ডেপুটি সিএম করা হোক অভিষেক ব্যানার্জিকে। তিনি বলছেন যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে তিনি নিজের জেতা আসন ছেড়ে দিতে পারেন। অর্থাৎ জেতা আসন থেকে তিনি অভিষেককে জিতিয়ে ডেপুটি সিএম হিসেবে দেখতে চান। তবে কোনও ভাবেই এটিকে পয়েন্ট বাড়ানোর খেলা হিসেবে মানতে নারাজ তিনি।

Humayun Kabir on Abhishek Banerjee's political future

Advertisement