scorecardresearch
 
Advertisement

India Bangladesh Train Services : ২ বছর পর ফের যাত্রা শুরু বন্ধনের, ঢাকা থেকে কলকাতার পথে মৈত্রী

India Bangladesh Train Services : ২ বছর পর ফের যাত্রা শুরু বন্ধনের, ঢাকা থেকে কলকাতার পথে মৈত্রী

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আবারও রবিবার (২৯ মে) বাংলাদেশ-ভারতের মধ্যে আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’ চলাচল শুরু হল। এদিন সকাল ৭টা ১০-নাগাদ কলকাতা স্টেশন থেকে রওনা দিল ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী এই ট্রেন। বন্ধন এক্সপ্রেসের প্রথম দিনের যাত্রী সংখ্যা খুব একটা বেশি নয়। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। বিগত দুবছর  মহামারীর কারণে বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস ট্রেনদুটি বন্ধ করে দেয়া হয়। আজ  কলকাতা স্টেশন থেকে সেই যাত্রার ফের সূচনা হল। পুরনো সূচি মেনে পাঁচদিন মৈত্রী ও দুদিন বন্ধন এক্সপ্রেস চলবে। এদিন মৈত্রী এক্সপ্রেস ঢাকার ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ১৬৫ জন যাত্রী নিয়ে সকাল সোয়া ৮ টা নাগাদ কলকাতার উদ্দেশে রওনা দেয়। এদিকে ১ জুন থেকে চালু হচ্ছে শিলিগুড়ি-ঢাকা রুটে মিতালী এক্সপ্রেস। ওইদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন যাত্রার সূচনা করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বাংলাদেশের রেলমন্ত্রী মহম্মদ নুরুল ইসলাম সুজন।

India Bangladesh Train Services Resumes After Two Years

Advertisement