দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আবারও রবিবার (২৯ মে) বাংলাদেশ-ভারতের মধ্যে আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’ চলাচল শুরু হল। এদিন সকাল ৭টা ১০-নাগাদ কলকাতা স্টেশন থেকে রওনা দিল ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী এই ট্রেন। বন্ধন এক্সপ্রেসের প্রথম দিনের যাত্রী সংখ্যা খুব একটা বেশি নয়। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। বিগত দুবছর মহামারীর কারণে বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস ট্রেনদুটি বন্ধ করে দেয়া হয়। আজ কলকাতা স্টেশন থেকে সেই যাত্রার ফের সূচনা হল। পুরনো সূচি মেনে পাঁচদিন মৈত্রী ও দুদিন বন্ধন এক্সপ্রেস চলবে। এদিন মৈত্রী এক্সপ্রেস ঢাকার ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ১৬৫ জন যাত্রী নিয়ে সকাল সোয়া ৮ টা নাগাদ কলকাতার উদ্দেশে রওনা দেয়। এদিকে ১ জুন থেকে চালু হচ্ছে শিলিগুড়ি-ঢাকা রুটে মিতালী এক্সপ্রেস। ওইদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন যাত্রার সূচনা করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বাংলাদেশের রেলমন্ত্রী মহম্মদ নুরুল ইসলাম সুজন।
India Bangladesh Train Services Resumes After Two Years