scorecardresearch
 
Advertisement

Jadavpur University Student Death : রেজিস্ট্রারকে লালবাজারে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ, কি তথ্য পাওয়া গেল?

Jadavpur University Student Death : রেজিস্ট্রারকে লালবাজারে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ, কি তথ্য পাওয়া গেল?

ছাত্রমৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে বুধবার দুপুরে তলব করেছিল লালবাজার। সূত্রের খবর, রেজিস্ট্রার হাজিরা দিলেও লালবাজারে যাননি ডিন! যা নিয়ে নতুন করে জল্পনা চড়ছে। প্রশ্ন উঠছে, ছাত্র মৃত্যুর মতো একটি গুরুত্বপূর্ণ তদন্তে পুলিশের হাজিরা কেন এড়ালেন ডিন। তবে তাঁর এই যেতে না পারা নিয়ে কি যুক্তি দেখিয়েছেন ডিন? বুধবার লালবাজারের হাজিরায় উপস্থিত হতে না পারার জন্য একাংশ পড়ুয়াদের হাতে তাঁর ঘেরাও হয়ে থাকার ঘটনার উল্লেখ করেছেন ডিন অফ স্টুডেন্টস রজত রায়। বিশ্ববিদ্যালয়ের এক কর্মীকে যাদবপুর থানায় পাঠিয়ে ডিন নিজেই একথা জানিয়েছেন বলে জানা গেছে। মানে একাংশ ঘেরাও করে রেখেছেন বলেই তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব হয়নি।

Jadavpur university registrar Snehmanju Bose at Lalbazar

TAGS:
Advertisement