যাদবপুর বিশ্ববিদ্যালয়েরক ছাত্রমৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার রিপোর্ট চেয়েছিল UGC.সেখানে 12 টি প্রশ্নের জবাব জানতে চেয়ে রিপোর্ট পাঠাতে বলা হয়েছিস 24 ঘণ্টার মধ্যে। শনিবার, 19 অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানান, 12 টি প্রশ্নের জবাব মোট 31 টি ফাইলে প্রমাণ-সহ পাঠিয়ে দেওয়া হয়েছে UGC কে। শনিবার ছুটির দিনেও কেন বিশ্ববিদ্যালয়ে এসেছেন তাস জানতে চাওয়া হলে রেজিস্ট্রার জানান, অনেক রিপোর্ট তৈরি করতে হচ্ছে। তাই ছুটির দিনেও আসতে হচ্ছে তাঁকে।
jadavpur university sent answers to 12 questions and 31 files to the ugc