scorecardresearch
 
Advertisement

Jhulan Yatra: ভিস্তিওয়ালা থেকে রূপচাঁদ পক্ষী, বক্সি বাড়ির ঝুলনে এক টুকরো পুরনো কলকাতা, দেখুন VIDEO

Jhulan Yatra: ভিস্তিওয়ালা থেকে রূপচাঁদ পক্ষী, বক্সি বাড়ির ঝুলনে এক টুকরো পুরনো কলকাতা, দেখুন VIDEO

বরানগরের বক্সি বাড়িতে এবারেও ঝুলনযাত্রায় বড় চমক। পুতুলের মাধ্যমে পুরোনো কলকাতা তুলে ধরা হয়েছে।  রূপচাঁদ পক্ষীর পুতুল রয়েছে সেখানে। তাঁর পক্ষীর বেশ, হাতে গাঁজার কল্কে, সঙ্গে সঙ্গীদের টেনে নিয়ে আসা গড়ুর গাড়ির মত একটি গাড়িতে খাঁচাটি। সব তৈরি করা হয়েছে। উনবিংশ শতকে কলকাতায় হুজুক উঠলেই রূপচাঁদ গান বাঁধতেন। রেল, বিধবা বিবাহ, কন্যাদায় এইসব তাঁর বিষয় ছিল। এ যুগের ভাইরালের মতো।

Jhulan Yatra

Advertisement