সোমবার সুপ্রিম কোর্টের শুনানির পর, আজ স্বাস্থ্যভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। এদিন একটি সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন, ‘সুপ্রিম কোর্ট কখনও বলেনি আমাদের দাবি ন্যায় সঙ্গত নয়। অতএব এই ন্যায় সঙ্গত দাবি মেটানোর দায়িত্ব রাজ্য সরকার। আমরা স্বাস্থ্যভবন যাচ্ছি, আমাদের সুনির্দিষ্ট দাবি-দাওয়া নিয়ে। আমাদের মনে হয় না গণতান্ত্রিক পরিসরে একে আটকানোর কোনও জায়গা আছে। তবে যদি আটকানোর চেষ্টা করা হয় তাহলে যে জিনিস আপনারা লালবাজারে দেখতে পেয়েছিলেন, সেটাই দেখতে পাবেন।'