scorecardresearch
 
Advertisement

Durga Puja 2024: এলাচ-লবঙ্গ থেকে তেজপাতা, কালীঘাট ৬৬ পল্লীর দুর্গা প্রতিমা থেকে মণ্ডপ সেজেছে মশলায়

Durga Puja 2024: এলাচ-লবঙ্গ থেকে তেজপাতা, কালীঘাট ৬৬ পল্লীর দুর্গা প্রতিমা থেকে মণ্ডপ সেজেছে মশলায়

কলকাতার অনেকগুলি অনন্য থিমযুক্ত দুর্গা পূজা প্যান্ডেলের মধ্যে কালীঘাটের ৬৬ পল্লী অন্যতম । এবারের থিম 'স্বাদের গল্প'। ভারতীয় খাবারে ব্যবহৃত বিভিন্ন মশলা এবং তার ঐতিহাতিক তাৎপর্য ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। দেবী দুর্গার মূর্তিও সেজেছে বিভিন্ন মশলা দিয়ে।

Advertisement