বাঙালির অনেক গুণ। যার মধ্যে খাদ্য রসিক এই তকমাটা বাঙালিদের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে। আসলে আমরা কথায় তো বলি পেট পুজো। মানে ধরুন বাড়িতে লোকজন আসবে, তখন হবে জমিয়ে খাওয়া দাওয়া। ব্রেক আপ হয়েছে, মন ভালো করতে চলে খাওয়া দাওয়া। কোনও পুজো বা জন্মদিন বা ডেট করতে যাওয়া ভালো খাবার থাকা আবশ্যিক। আসলে খাবারের সঙ্গে বাঙালিদের সম্পর্কটা বেশ মাখোমাখো। তো সেই সব ভোজন রসিক বাঙালিদের জন্য এবার কলকাতাতে তৈরি হবে ফুড স্ট্রিট। এটি কলকাতার প্রথম ফুড স্ট্রিট। শুধু খাওয়া দাওয়া নয়, এখানে আপনি যদি প্রিয় মানুষ বা বন্ধুদের নিয়ে আসেন, তবে জমিয়ে আড্ডা দিতে পারবেন।
Kolkata First Food Street Going To Be Founded At Patuli