কলকাতা শহরে সবথেকে বড় সমস্যা হল যানজট। তবে আর বেশি দিন এই সমস্যা পোহাতে হবে না। কারণ কলকাতায় প্রথম পেতে চলেছে রিংরোড। বৃহত্তর কলকাতাকে ঘিরে 200 কিলোমিটার দীর্ঘ 'রিং রোড' নির্মানের পরিকল্পনা শুরু হয়েছে। এই রিং রোড কলকাতার পার্শ্ববর্তী হাওড়া-হুগলী- নদীয়া- উত্তর ও দক্ষিণ 24 পরগণাকেও যোগ করবে। যার ফলে দূরত্ব এবং সময় দুই কমবে।
kolkata traffic jam problem will be solved by the ring road project