শেষমেশ বিদায় নিচ্ছে দেড় শতক ধরে শহরের নস্টালজিয়া বহন করে চলা ট্রাম। কলকাতায় ট্রামের ঐতিহ্যবাহী সংযোগ শুধুমাত্র ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে ঘোষণা করেছেন পরিবহন মন্ত্রী স্নেহাসিস চক্রবর্তী। সোমবার পরিবহন মন্ত্রী জানিয়ে দেন, "শহরের ট্রাম রুটগুলির বেশিরভাগই বাতিল করা হবে, তুলেফেলা হবে লাইনগুলিও। শুধুমাত্র আমরা এসপ্ল্যানেড ও ময়দানের মধ্যে একটি বিশেষ ট্রাম গাড়ি চালাবো, যা শহরে আসা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় যাত্রা হবে। তবে বাকি রুটগুলি বন্ধ করে দেওয়া হবে।"