র্ষা সরকারিভাবে ঢুকে গিয়েছে বঙ্গে। কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে টানা বৃষ্টির দেখা নেই। বৃষ্টি হলেও ছিটে ফোঁটা। আর রাতের বা ভোরের দিকে কিছুক্ষণ নাগাড়ে বৃষ্টি হলেও গরম কমছে না। এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে কবে? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে এখনই গরম কমার কোনও লক্ষ্মণ নেই। মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বালকা বৃষ্টি হলেও তাতে খুব একটি অস্বস্তি কাটবে না। রবিবার, 9 জুলাই ও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস।
Kolkata, West Bengal, India Weather Forecast