scorecardresearch
 
Advertisement

Political Symbols Sarees: কলকাতায় ভোটের বাজারে চাহিদা বাড়ছে দলীয় প্রতীক দেওয়া শাড়ির

Political Symbols Sarees: কলকাতায় ভোটের বাজারে চাহিদা বাড়ছে দলীয় প্রতীক দেওয়া শাড়ির

ভোটের বাজার সরগরম। নির্বাচনীর উৎসাহের সঙ্গে বাড়ছে দলীয় পতাকা, লোগো, টুপির। সঙ্গে বাড়ছে দলীয় প্রতীক দেওয়া শাড়ির। সে যেকোনও দলেরই হোক না কেন। কলকাতার চায়না বাজারে এর বিকিকিনি এখন জোরদার চলছে। বিভিন্ন দলের জন্য শাড়ি বিক্রি হচ্ছে এখানে। কোথাও তৃমূলের প্রতীক লাগানো শাড়ি সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। আবার কোথায় পদ্মফুল দেওয়া শাড়ি। শুধু শাড়ি নয় সঙ্গে রয়েছে টিশার্টও।

Advertisement