রাজ্য রাজ্যপাল সংঘাত যেন মিটছেন না। বাংলায় বরাহনগরের উপনির্বাচনের ফল প্রকাশের পর প্রায় এক মাস হতে চলল। এখনও শপথ নিতে পারলেন না বাংলার দুই বিধানসভার জয়ী প্রার্থী। রাজভবন vs জয়ী প্রার্থী এই পরিস্থিতি চলছে বাংলায়। চিঠি দেওয়া নেওয়া করেও কোনও লাভ হয়নি। রাজ্যপাল চান রাজভবনে আসুক জয়ী প্রার্থীরা। আর রাজভবনে যেতে নারাজ সায়ন্তিকারা। এই ইস্যুতে এবার রাজ্যপালকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের দুই বিধায়ক জেতার পর এক মাস ধরে বসে আছে। শপথ নিতে পারছে না। রাজ্যপাল শপথ নিতে দিচ্ছেন না। রাজ্যপালকে নিশানা করে মমতা আরও বলেন, মানুষ নির্বাচিত করেছেন, ওঁর কি অধিকার আছে শপথ নিতে না দেওয়ার। উনি স্পিকারকে বা ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেবেন, অথবা নিজে যাবেন বিধানসভায়।
Mamata attacks Governor as swearing-in impasse of 2 TMC leader’s enters day 2 byt