scorecardresearch
 
Advertisement

Mamata Banerjee injured: হাঁটুর নিচে লিগামেন্টে ও কোমরের বাঁ দিকেও চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee injured: হাঁটুর নিচে লিগামেন্টে ও কোমরের বাঁ দিকেও চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

হাঁটুর নিচে লিগামেন্টে ও কোমরের বাঁদিকেও চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে হাসপাতালে নয়, আপাতত বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান মুখ্যমন্ত্রী। এসএসকেএম-র তরফে তেমনটাই জানা গিয়েছে। কিন্তু প্রশ্ন মুখ্যমন্ত্রী কোথায় এবং কি ধরণের চোট পেয়েছেন? সেই বিষয়েই খোলসা করবো। পঞ্চায়েত ভোটপ্রচারে মঙ্গলবার জলপাইগুড়ি পৌঁছে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। ক্রান্তিতে ছিল জনসভা। সেখান থেকে বাগডোগরা হয়ে কলকাতা ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তার বাগডোগরা পৌঁছনোর আগেই দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারকে। আর তাতেই পা ও কোমরে চোট পান মমতা। সড়ক-পথে কলকাতায় ফেরেন তিনি। এরপর যখন এসএসকেএম হাসপাতালে পৌঁছন, তখন খোঁড়াচ্ছিলেন মমতা। দেখেই বোঝা যাচ্ছিলেন, বেশ অস্বস্তিতেই রয়েছেন তিনি। এমআরআই-এর রিপোর্টে জানা যায়, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের হাঁটু ও হিপ জয়েন্টের লিগামেন্টে আঘাত লেগেছে। চিকিৎসা ইতিমধ্যেই শুরু করা হয়েছে বলে জানিয়েছেন এসএসকেএমের ডিরেক্টর মনিময় বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানিয়েছেন, চিকিৎসকেরা মমতাকে পরামর্শ দিয়েছিলেন, যাতে তিনি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করান। কিন্তু ভর্তি হতে চাননি মমতা। বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান তিনি। এদিন চিকিৎসার পর উডবার্ন ওয়ার্ড থেকে হুইলচেয়ারে করে গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে। তারপর গাড়িতে উঠে হাসপাতাল ছাড়েন তিনি।

Mamata Banerjee injured in helicopter landing.

Advertisement