scorecardresearch
 
Advertisement

Mamata Banerjee On Uttam Kumar: এটাই বাকি ছিল, উত্তম কুমারও এখন রাজনীতির অংশ হয়ে গেলেন

Mamata Banerjee On Uttam Kumar: এটাই বাকি ছিল, উত্তম কুমারও এখন রাজনীতির অংশ হয়ে গেলেন

উত্তম কুমারও এখন রাজনীতির অংশ হয়ে গেলেন। সৌজন্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুবার্ষিকীতে অদ্ভুত ক্ষোভ মুখমন্ত্রীর। তাঁর রাগ CPIM-র উপর। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বাম সরকার মহানায়ের মৃত্যুর পর যোগ্য সম্মান দেয়নি। ধনধান্য স্টেডিয়ামে উত্তমকুমারের 43 তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যার নাম দেওয়া হয় মহানায়ক। সেখান থেকেই বাম সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর মতে, বাম সরকার উত্তমকুমারকে যোগ্য সম্মান দেয়নি। তাঁর অভিযোগ মৃত্যুর পর উত্তমকুমারের দেহ রবীন্দ্রসদনে রাখার প্রয়োজনও মনে করেনি তৎকালীন সরকার। আসলে TMC সরকারের সময় কোনও শিল্পীর মৃত্যুর হলে, তাঁকে সম্মান জানাতে মরদেহ রবীন্দ্রসদনে রাখা হয়। কিন্তু মহানয়কের মৃত্যুর পর সেই সুযোগটাই পাওয়া যায়নি। তিনি আরও বলেন, তাঁর সরকারের আমলে গত 11 বছর ধরে এই দিনটাতে উত্তমকুমারের পরিবারকে শ্রদ্ধা জানানো হচ্ছে। যে চলচ্চিত্র জগতের জন্য উত্তম কুমারের পরিচিতি, সেই জগতের মানুষকে সামিল করা হয় শ্রদ্ধা জানাতে। তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা পেয়ে উত্তম কুমার মহানায়ক হয়েছেন। মহানায়ক নামটাও তাঁকে মানুষই দিয়েছেন। তাই এত বছর পরেও মহানয়ক একইভাবে প্রাসঙ্গিক।

Mamata Banerjee On Uttam Kumar Death Anniversary.

Advertisement