scorecardresearch
 
Advertisement

Mamata Banerjee: '৯০০ ভোটার থাকলেও একটা ভোট পেয়েছি!', পুজো উদ্বোধনে 'অবাঙালি পাড়া'য় গিয়ে আক্ষেপ মমতা

Mamata Banerjee: '৯০০ ভোটার থাকলেও একটা ভোট পেয়েছি!', পুজো উদ্বোধনে 'অবাঙালি পাড়া'য় গিয়ে আক্ষেপ মমতা

মধ্য এবং দক্ষিণ কলকাতায় একাধিক কালী পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের অন্তর্গত শেক্সপিয়র সরণির একটি পুজোর মণ্ডপে তিনি ভোটের প্রসঙ্গ তোলেন। পুরসভা ও বিধানসভা ভোটে জিতলেও এখানে লোকসভা ভোটে তৃণমূলের খারাপ ফলের প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘‘বিধানসভায় আপনারা আমাকে সমর্থন দিয়েছেন। কে, কোন বুথে কত ভোট পেয়েছে, সব আমার হাতে আছে। বুথে ৯০০ থাকলে, আমরা একটা পেয়েছি! এতে কোথাও নিজেদের মধ্যে সদ্ভাব নষ্ট হয়ে যায়।’’ এই মন্তব্যে তাঁর যুক্তি, ‘‘বাংলায় থাকুন, বাংলাকে ভালবেসে। এখানে কেউ প্রশ্ন করবে না যে, আপনি কোন জাত, কোন ধর্মের, কী খাবেন।’

Advertisement