'কালাচ সাপ ছোবল মারলেই এক সেকেন্ডে শেষ হয়ে যায়'। বৃষ্টিকে সাপের উপদ্রব নিয়ে প্রশাসনকে সতর্ক করার সময় এ কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দেশ দিয়েছেন,'সাপের অ্যান্টিভেনম ইঞ্জেকশন যেন সব জায়গায় থাকে। সাগর ও জলপাইগুড়িতে কালাচ নামে একটা সাপ আছে। ছোবল মারলেই এক সেকেন্ডে শেষ হয়ে যায়। চিকিৎসার সুযোগ থাকে না'।