কলকাতার বিভিন্ন মণ্ডপের উদ্বোধন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি জেলার বিভিন্ন মণ্ডপের উদ্বোধন করেছেন। এমন কর্মব্যস্ততার মাঝেও প্রতিবারের মতো নবনীড় বৃদ্ধাশ্রমে গেলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল রায়। নবনীড়বাসীদের হাতে তুলে দেন উপহার। এরপর গানও গাইলেন মমতা। তিনি গাইলেন, মৃন্ময়ী তুমি মা, চিন্ময়ী তুমি মা...