scorecardresearch
 
Advertisement

Mamata On CBI KMC Investigation: ট্রেন দুর্ঘটনা ধামাচাপা দিতেই পুরসভায় সিবিআইকে নামিয়েছে কেন্দ্রীয় সরকার, বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata On CBI KMC Investigation: ট্রেন দুর্ঘটনা ধামাচাপা দিতেই পুরসভায় সিবিআইকে নামিয়েছে কেন্দ্রীয় সরকার, বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

ট্রেন দুর্ঘটনা ধামাচাপা দিতেই পুরসভায় সিবিআইকে নামিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনই বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তিনি মৃতদের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক ও চাকরির নিয়োগপত্র তুলে দেন। এদিন মোট 86 জনকে সাহায্য করা হল। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ফের সিবিআইয়ের সমালোচনা করেন। তিনি বলেন, রেল দুর্ঘটনা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য সিবিআইকে দিয়ে তল্লাশি চালানো হল বিভিন্ন পুরসভায়। কী করে ধামাচাপা দেওয়া যায় সেই চেষ্টা চলছে। যে সব পরিবার সব কিছু হারিয়েছে, তারা জবাব চাইবে এদের কাছে। সত্য তথ্য বেরিয়ে আসুক।

Mamata On CBI KMC Investigation.

Advertisement