scorecardresearch
 
Advertisement

PPP Model School West Bengal SFI: স্কুল শিক্ষায় পিপিপি মডেল বিতর্ক, কলকাতায় মিছিল SFI-এর

PPP Model School West Bengal SFI: স্কুল শিক্ষায় পিপিপি মডেল বিতর্ক, কলকাতায় মিছিল SFI-এর

রাজ্যে স্কুল শিক্ষায় পিপিপি মডেলকে এনে বেসরকারিকরণের পথ খুলে দেওয়া হচ্ছে। এই অভিযোগে কলকাতায় মিছিল করল SFI। তাদের অভিযোগ, এই মডেল কার্যকর হলে ফি বৃদ্ধির আশঙ্কা থেকে যাচ্ছে। নিয়ন্ত্রণও চলে যাবে বেসরকারি সংস্থার হাতে। তাতে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে-মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হবে। এই মডেল কোনওভাবেই কার্যকর তারা করতে দেবে না। এই হুঁশিয়ারি দিয়ে SFI-এর দাবি, রাজ্য সরকারের বিরুদ্ধে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে। সূত্রের খবর, রাজ্যে এবার পিপিপি মডেলে স্কুলের ভাবনা। স্কুল শিক্ষা দফতর থেকে ইতিমধ্যেই নাকি সেই খসড়াও তৈরি হয়েছে। এই খবর চাউর হতেই রাজ্য সরকারের বিরোধিতা করছে অনেকেই।

SFI Protest Against Privatisation of Public Education Sector in West Bengal

Advertisement