scorecardresearch
 
Advertisement

Partha Chatterjee on SSC Scam: গল্প অন্য রকম দাদা, পার্থকে ছাড়াতে ED-র আইনজীবী আনা হল

Partha Chatterjee on SSC Scam: গল্প অন্য রকম দাদা, পার্থকে ছাড়াতে ED-র আইনজীবী আনা হল

পার্থ চট্টপাধ্যায়কে ছাড়াতে এবার ইডিকে পরামর্শ দেওয়া আইনজীবী আনা হয়েছে। যার কেস হিস্ট্রি শুনলে রীতিমত চমকে যাবেন। প্রায় এক বছর হতে চলল। রাজ্যের নিয়োগ দুর্নীতি কাণ্ডে গরাদের পিছনে আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একাধিকবার জামিনের আবেদন করেও তিনি তা পাননি। অবশেষে পার্থর আইনজীবী বদলাতে চলেছে। দিল্লি থেকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর হয়ে মামলা লড়তে এসেছেন অভিজ্ঞ আইনজীবী। তাঁর যা অভিজ্ঞতা তাতে পার্থ আশাবাদী হতেই পারেন যে, এবার তিনি জামিন পাবেন। কিন্তু কে এই আইনজীবী। জানেন? নাম শামসুদ্দিন শামস। বিগত 34 বছর ধরে আইনের সঙ্গে যুক্ত এই আইনজীবী। আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে গবেষণা করে পিএইচডি করেছেন তিনি। জানা যায়, তছরুপের আইন একেবারে নখদর্পণে রয়েছে তাঁর। এছাড়াও যে ইডির বিরুদ্ধে তিনি লড়াই করতে আসছেন তাদের সঙ্গেই প্রায় 20 বছর কাজ করেছেন তিনি। আসলে ইডির আইনি বিভাগের মাথায় ছিলেন শামস। যে কোনও আর্থিক মামলায় ইডি কী আইনি পদক্ষেপ করবে, তার পরামর্শ তিনিই দিতেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। এবার সেই আইনজীবী ইডির বিরুদ্ধেই পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে লড়বেন। আর সব থেকে বড় চমকের বিষয় কি জানেন? শামসুদ্দিন শামস আর্থিক তছরুপ আইনের খসড়া তৈরির অন্যতম মাথা ছিলেন। 'প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট'-এর বিলের খসড়া তৈরি করেন এবং বিলকে আইনে পরিণত করার সময় যে বিশেষজ্ঞ দলকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারও সদস্য ছিলেন তিনি। এছাড়া দেশের যত হাই প্রোফাইল মামলা সবেতেই ইডির প্রতিনিধি থাকতেন শামস। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই কলকাতা চলে এসেছেন এই অভিজ্ঞ আইনজীবী।

Partha Chatterjee on SSC Scam.

Advertisement