scorecardresearch
 
Advertisement

South 24 Pargana News: গরিব মৎস্যজীবীদের 5000 কেজি ইলিশ জলোচ্ছ্বাসে ভেসে গেল, লক্ষ টাকার ক্ষতি

South 24 Pargana News: গরিব মৎস্যজীবীদের 5000 কেজি ইলিশ জলোচ্ছ্বাসে ভেসে গেল, লক্ষ টাকার ক্ষতি

পূর্ণিমার কোটালে উত্তাল সমুদ্রের ঢেউয়ে দু'টি মাছ ভর্তি নৌকা উল্টে দুর্ঘটনা গঙ্গাসাগরে। ক্ষতির মুখে কয়েক লক্ষ টাকা। গরিব মৎস্যজীবীদের 5000 কেজি ইলিশ ভেসে গিয়েছে জলোচ্ছ্বাসে। যার ফলে বুঝতেই পারছেন বিপুল ক্ষতির মুখ পড়েছেন গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া গরিব মৎস্যজীবীরা। যেটা জানা যাচ্ছে এই ক্ষতির পরিমাণ লক্ষ লক্ষ টাকা। দু'দিন ধরে প্রশাসনের তরফ থেকে মাইকিং করে প্রচার হচ্ছিল দূরবর্তী স্থানে মাছ ধরার নৌকাগুলো যাতে তিরে ফিরে আসে। যে কোনও মুহূর্তে বিপদ হতে পারে। ইতিমধ্যে গঙ্গাসাগরের বেগুয়াখালির কাছে মাছ ধরে ফেরার সময় দু'টি ইলিশ ভর্তি দৈনিক মাছ ধরার নৌকা বা ডেইলি ফিসিং বোট সমুদ্রে উথাল পাতাল ঢেউয়ে উল্টে যায়।

South 24 Pargana News

TAGS:
Advertisement