SSC-র পর CSC তে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা। বুধবার কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখান তাঁরা। তাদের অভিযোগ, মেধা তালিকায় নাম নেই এমন প্রার্থীদের কলেজে নিয়োগ করেছে কমিশন। যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন অনেকে। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুদীপ্ত করের পদত্যাগ ও তদন্তের দাবিতে কলেজ স্ট্রিট মোড়ে বিক্ষোভে সামিল হন ২০১৮-র মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা।
Protests on College Street demanding the resignation of the chairman of the College Service Commission