শুক্রবার রাত থেকে ধর্মতলায় ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা। গতকালই তাঁরা সম্পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করার কথা ঘোষণা করেছিলেন। ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তবে পুজোয় ব্যস্ত সময়ে জুনিয়র ডাক্তারদের অবস্থানের অনুমতি দেয়নি পুলিশ। লালবাজার থেকে এই মর্মে মেইল করে জানিয়ে দেওয়া হয়েছে।