scorecardresearch
 
Advertisement

RG Kar Case: প্রতীকি তালা নিয়ে CBI দফতরে ডাক্তারদের অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

RG Kar Case: প্রতীকি তালা নিয়ে CBI দফতরে ডাক্তারদের অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

সিবিআইয়ের বিরুদ্ধে গাফলতির অভিযোগ তুলে সিজিও কমপ্লেক্সে অভিযান করে ডাক্তারদের একাধিক সংগঠন। সিজিও কমপ্লেক্সের ফটকে প্রতীকী তালাও ঝুলিয়ে দেওয়া হয়। সেই তালা পুলিশ খুলে দিলেই ধুন্ধুমার বাধে। মিছিল আটকালে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। CBI-এর উপর থেকে বিশ্বাস হারিয়ে যাচ্ছে বলে দাবি ডাক্তারদের। এভাবে চললে CBI দফতরে তালা ঝুলিয়ে দেওয়া উচিত বলে জানিয়েছেন তাঁরা। এই অভিযানে ডাক্তারদের একাধিক সংগঠন উপস্থিত ছিল। তাদের অভিযোগ CBI খুনিদের রক্ষা করছে, আর CBI-কে রক্ষা করছে কলকাতা পুলিশ।

Advertisement