নবান্নের বৈঠকে জুনিয়র ডাক্তারদের অনশন তুলে নেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে সেই দাবিতে সাড়া দিলেন জুনিয়র চিকিৎসকরা। নবান্ন থেকে ফিরে ‘আমরণ অনশন’ প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তারেরা। নবান্ন থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, "বৈঠকে প্রশাসনের শরীরী ভাষা পছন্দ হয়নি। পরীক্ষার খাতা দেখা হবে বলে থ্রেট দেওয়া হয়েছে। ওঁদের ভূমিকা ইতিবাচক ছিল না। তবে নির্যাতিতার বাবা-মা অনুরোধ করছেন অনসন তুলতে, তাই শেষপর্যন্ত অনশন তোলা হচ্ছে।" এরপরেই বলা হয়, "আমরা সিদ্ধান্ত নিয়েছি, আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার। আমাদের লড়াইকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে অনশন তুলছি।"