scorecardresearch
 
Advertisement

Kolkata Airport : বিমানবন্দরে পিক ফেললেই দিতে হবে 300 টাকা জরিমানা, এবার সামলে চলতে হবে

Kolkata Airport : বিমানবন্দরে পিক ফেললেই দিতে হবে 300 টাকা জরিমানা, এবার সামলে চলতে হবে

যাঁদের গুটখা বা তামাক খেয়ে থুতু ফেলার অভ্যেস রয়েছে, তাঁদের এবার একটু সামলে চলতে হবে। অন্তত কলকাতা বিমানবন্দরে ঢোকার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এয়ারপোর্টের টার্মন্যালের বাইরে করা যাবে না ধূমপান। আর ভুল করে যদি থুতু বা পানের পিক ফেলেন, তাহলে দিতে হবে 300 টাকা জরিমানা। বারবার করে সরকার বা পুরসভার তরফে বলা হলেও মানুষের এখনও টনক নড়েনি। এখনও তাঁরা এখান সেখানে থুতু বা পানের পিক ফেলেন। ফলে নোংরা হচ্ছে বিমানবন্দর। তাই এবার থুতু ফেললে দিতে হবে 300 টাকার জরিমানা। এই নিয়ে একটি বোর্ডে লেখা আছে শুধু স্মোকিং জোনে সিগারেট খাওয়া যাবে। তা সত্ত্বেও মানুষের কোনও হুঁশ নেই। শুধু যাত্রীদের দোষ দিলে হবে না।

Rs 300 fine for spitting outside Kolkata airport terminal

Advertisement