'ইউক্রেনে আটকে থাকা ছাত্র-ছাত্রীদের আনতে রওনা দিয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান', জানালেন কেন্দ্রীয়মন্ত্রী সুভাষ সরকার। তিনি বলেন কেন্দ্র সরকার এর সমস্ত ছাত্রছাত্রীকে ভারতে ফেরানোর জন্য তৎপর। পশ্চিমবাংলার সমস্ত অভিভাবকদের আশ্বস্ত করে তিনি বলেন ইউক্রেনে আটকে থাকা ছাত্র-ছাত্রীদের ধাপে ধাপে ফেরত আনা হবে।
Air India flies to bring students stranded in Ukraine says Union Minister Subhash Sarkar