Arpita Mukherjee: ইডির নজরে এবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ আত্মীয়রাও। এমনটাই খবর ইডি সূত্রে। এরই মধ্যে বিস্ফোরক দাবি করেছেন অর্পিতা মুখোপাধ্যায়ের ড্রাইভার প্রণব ভট্টাচার্য। ইন্ডিয়া টুডে-কে তিনি জানিয়েছেন, "অর্পিতা মুখোপাধ্যায়ের Honda City গাড়িটি তিনি চালাতেন। বাকি ৩টি গাড়ি তিনি চালাতেন না। শেষ কিছু মাস ধরে সেই গাড়িগুলি দেখতেও পাচ্ছিলেন না। অর্পিতা মুখোপাধ্যায় কসবায় তাঁর 'ইচ্ছে এন্টারটেনমেন্ট’ নামে অফিসটিতে যেতেন। এর পাশাপাশি নেল আর্টের পার্লারেও ওই গাড়িতে যেতেন অর্পিতা। ড্রাইভারকে সময়মতো বেতনও দিয়ে দেওয়া হত।" সেই সঙ্গে ওই ড্রাইভার জানান, "পার্থ চট্টোপাধ্যায় মাঝেমধ্যে দেখা করতে আসতেন। আমাকে যখন ছুটি দেওয়া হত কাজ থেকে, তারপরেই পার্থ চট্টোপাধ্যায় আসতেন। এই মাসের বেতন আমি এখনও পাইনি। ইডি আধিকারিকরা আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আমার মোবাইলও দেখেছেন তাঁরা।"
SSC Scam Updates, Arpita Mukherjee's driver speaks about Partha chatterjee