পশ্চিমবঙ্গ দিয়ে দেশে বাংলাদেশি জঙ্গি অনুপ্রবেশ করছে। এমনই অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বিজেপি নেতা শুভেন্দুর দাবি, 'বাসন্তী এক্সপ্রেসওয়ে থেকে কামালগাজি, গোসাবা পর্যন্ত পুরো রাস্তা, ক্যানিং পর্যন্ত রাস্তাটা পুরো জঙ্গিদের হাতে চলে গিয়েছে। সবাই ঢুকেছে এদিক দিয়ে। ১৩টি দ্বীপ আছে গোসাবাতে... এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে বারুইপুর ক্যানিং কামালগাজি হয়ে ভারতে আসছে। নয়তো বাসন্তী এক্সপ্রেসওয়ে হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতে ছড়িয়ে পড়ছে।'