scorecardresearch
 
Advertisement

Suvendu Adhikari: জাতীয় দলের তকমা থাকবে কি না সেটা বলার শুভেন্দু কে?

Suvendu Adhikari: জাতীয় দলের তকমা থাকবে কি না সেটা বলার শুভেন্দু কে?

বৃহস্পতিবার তিন রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল বেরতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে বলেন, জাতীয় দলের তকমা ধরে রাখার শর্ত পূরণ করতে পারেনি তৃণমূল। এটা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আঞ্চলিক দল। তাই এদের জাতীয় দলের তকমা কেড়ে নেওয়া হোক। বিরোধী দলনেতার এইরূপ বিস্ফোরক মন্তব্যের পরই শুভেন্দুকে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, জাতীয় দলের তকমা থাকবে কি না সেটা বলার শুভেন্দু কে? ওর ঔদ্ধত্য় বেড়ে গিয়েছে। অন্যদিকে সাগরদিঘিতে উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দল দলের কাজ করবে । সাগরদিঘি নিয়ে মমতা,অভিষেক চুলচেরা বিশ্লেষণ করবেন। তবে অনুব্রত প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে এইসব নিয়ে বলতে পারবেন না বলে তিনি এড়িয়ে যান।

Tapos Roy on Suvendu Adhikari

Advertisement