বহরমপুর থেকে ৩০ জন করোনা যোদ্ধাকে কলকাতায় পাঠালো মুর্শিদাবাদ জেলা প্রশাসন। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। দেশের পাশাপাশি রাজ্যে আক্রান্তের সংখ্যা দুশ্চিন্তা বাড়িয়ে তুলছে। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন রাজ্যে একশোর বেশি মানুষ কোভিড আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।এই সঙ্কটময় পরিস্থিতিতে করোনা রোগীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে রবিবার বহরমপুর থেকে ৩০ জন করোনা যোদ্ধাকে কলকাতায় পাঠালো মুর্শিদাবাদ জেলা প্রশাসন। এইদিন বহরমপুরে জেলা পুলিস সুপার অফিসের কনফারেন্স হলে করোনা যোদ্ধাদের গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয়। তারপর তারা জেলা প্রশাসনের দেওয়া বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে করোনা যোদ্ধাদের সম্বর্ধনা জানানা জেলা শাসক শরদ কুমার দ্বিবেদি, জেলা পুলিস সুপার কে শবরী রাজকুমার এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। জেলা শাসক বলেন, গত বছর জেলায় করোনা ক্লাব চালু হয়। জেলার করোনা যোদ্ধাদের কলকাতায় পাঠানো হয়েছিল। তারা সুনামের সঙ্গে কাজ করেছেন। রাজ্য সরকার তাদের কাজের প্রশংসা করেছেন। এবছর ৩০ জন করোনা যোদ্ধাকে পাঠানো হল। তারা কলকাতার বিভিন্ন হাসপাতালে কাজ করবেন। এক করোনা যোদ্ধা বলেন, এই রোগে আক্রান্ত হলে ভয়ের কিছু নেই। করোনা আক্রান্ত রোগীদের পাশে থেকে লড়াইয়ের জন্য মানসিক শক্তি জুগিয়ে যাই। এছাড়া তাদের ওষুধ খাওয়ানো প্রভৃতি কাজ করে থাকি।