সভার শেষ লগ্নে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিতে থাকেন, শ্রমিক-কৃষক, ভাইবোনেরা, লক্ষ্মীর ভান্ডার, চাকরি দেবে, স্মার্ট কার্ড, আদিবাসী ভাতা, জয় বাংলা। প্রতিবার কর্মীদের সোচ্চার প্রতিধ্বনি 'তৃণমূল।' স্লোগানের শেষে মমতার মুখে এল,'রামকৃষ্ণ'। এবারও সবাই চেঁচিয়ে উঠলেন,'তৃণমূল।' সঙ্গে সঙ্গে ভুল শুধরে দেন নেত্রী। বলেন,'রামকৃষ্ণ তৃণমূল বলছি না। ওঁর কথাগুলি আমি বিশ্বাস করি।'
TMC 21 July 2022