scorecardresearch
 
Advertisement

Panchayat Violence-Mamata: পঞ্চায়েত হিংসা নিয়ে বিজেপিকে আক্রমণ, ১৮ জন তৃণমূলকর্মী মারা গেছেন, দাবি মমতার

Panchayat Violence-Mamata: পঞ্চায়েত হিংসা নিয়ে বিজেপিকে আক্রমণ, ১৮ জন তৃণমূলকর্মী মারা গেছেন, দাবি মমতার

একুশের মঞ্চ থেকে পঞ্চায়েত হিংসা নিয়ে বিজেপিকে আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে ও পরে ২৯ জন মারা গেছেন। এর মধ্যে ১৮ জন তৃণমূলের কর্মী। নির্বাচনে হিংসা-সন্ত্রাসকে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা বলে দাবি করে বলেন, 'আমরা সাপোর্ট করি না'। এদিন মমতা দাবি করে বলেছেন, "৭০ হাজার বাংলা পুলিশ ছিল, কিন্তু ৮০ হাজার দিল্লির পুলিশ ছিল। এই লড়াইতে হয় আমাকে জেলে পুড়বে, নয় আপনাকে জেলে পুড়বে, তৃণমূলকে শেষ করার, INDIA-কে শেষ করার ক্ষমতা নেই।

Advertisement