scorecardresearch
 
Advertisement

VIDEO: ট্রাফিক সার্জেন্টের হাতে সবুজ গাছের চারা, বিশ্ব পরিবেশ দিবসে ভিন্ন চিত্র শহর কতকাতায়

VIDEO: ট্রাফিক সার্জেন্টের হাতে সবুজ গাছের চারা, বিশ্ব পরিবেশ দিবসে ভিন্ন চিত্র শহর কতকাতায়

শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে ব্যারিকেড করে সাড়ি দিয়ে দাঁড়িয়ে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা। হাতের ওয়াকি টকিতে নির্দেশ আসছে কোন কোন গাড়িকে আটকাতে হবে। এরপরই সেই গাড়িগুলোকে সাইড করিয়ে, চালকের আসনের দিকে এগিয়ে এলেন এক ট্রাফিক সার্জেন্ট। পুরনো অভ্যাসবশত বিরক্তিকর মুখে চালক নিজের লাইসেন্স বার করতেই মুচকি হাসলেন পুলিশ কর্তা। এরপরই একেবারে উল্টো চিত্র দেখল শহরবাসী। না, আজ আর লাইসেন্স দেখার কড়াকড়ি নয়, বরং চালকের হাতে ট্রাফিক সার্জেন্ট তুলে দিলেনএকটি ছোট্ট সবুজ গাছের চারা। ট্রাফিক সার্জেন্টের হাতে বিল বইয়ের বদলে গাছের চারা দেখে রীতিমত হকচকিয়ে গেলেন গাড়িচালক! শনিবার বিশ্ব পরিবেশ দিবস ঠিক এই ভাবেই পালিত হল কলকাতা ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে। শনিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এদিন পথ চলতি নাগরিক ও গাড়ির সওয়ারীদের হাতে সবুজ গাছের চারা তুলে দিয়ে সদর্থক বার্তা দিল কলকাতা ট্রাফিক পুলিশ। কলকাতা ট্রাফিক পুলিশের ইস্ট ট্রাফিক গার্ডের আধিকারিকদের উদ্যোগে মিন্টো পার্কে অনুষ্ঠিত হয় এই অভিনব উদ্যোগ। এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মিন্টো পার্কের মোড়ে বিভিন্ন গাড়ির চালক ও সওয়ারীদের হাতে গাছের চারা তুলে দেন ট্রাফিক পুলিশের কর্তারা। শিশু থেকে বয়স্ক প্রত্যেককেই ধরে ধরে বর্তমান বিপর্যয়ের সময়ে একটি গাছের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। শুধু গাছই নয়, এদিন নাগরিকদের হাতে তুলে দেওয়া হয় পরিবেশবান্ধব গার্বেজ ব্যাগও। চিপসের প্যাকেট, সিগারেটের ফিল্টার, চায়ের কাপ, বিস্কিটের প্যাকেট সহ বিভিন্ন সামগ্রী দিয়ে রাস্তা নোংরা না করে, বরং সেই সেই আবর্জনা গার্বেজ ব্যাগ ফেলে পরিবেশকে সুন্দর রাখার অভ্যাস চালু করতেই এই পরিকল্পনা বলে জানান ইস্ট ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ নীলেশ চৌধুরী এবং অ্যাডিশনাল অফিসার ইন চার্জ পার্থ চট্টোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা ট্রাফিক পুলিশের জয়েন্ট কমিশনার সন্তোষ পান্ডে এবং ডিসি ট্রাফিক অরিজিত সিনহা সহ একাধিক কর্তারা।

Advertisement